বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২৩, ১৬:৫৯

চুয়াডাঙ্গায় বালুবোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামে অদূরে এই 

ঘটনার পর স্থানীয়রা জনতা ট্রাকটি জব্দ করে এবং চালক ও সহকারী চালককে (হেলপার) গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। 

নিহত আয়ান চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের ওবাইদুর রহমান ওল্টুর ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয়রা জানান, আয়ান চুল কেটে বাইসাইকেলযোগে ফুফুর বাড়ি যাচ্ছিল। ফুফু বাড়িতে না থাকায় সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। এ সময় পিছন থেকে বালুবোঝায় একটি ট্রাক ধাক্কা দিলে শিশু আয়ানের মাথা চাকার নিচে পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা ট্রাকের চালক ও সহকারি চালককে পুলিশে হস্তান্তর করে।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী একজন নিহত হয়েছে বলে জেনেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ইত্তেফাক/পিও