বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

থাইল্যান্ডে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে 

আপডেট : ১৪ মে ২০২৩, ১৭:০৬

থাইল্যান্ডের জাতীয় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার স্থানীয় সময় সকাল ৮টায় দেশের ৯৫ হাজার ভোটকেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এই নির্বাচনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রার (৩৬) ফেউ থাই পার্টি, সাবেক প্রযুক্তি ব্যবসায়ী পিটা লিমজারোয়েনরাতের (৪২) মুভ ফরোয়ার্ড এবং বর্তমান প্রধানমন্ত্রী সেনাপ্রধান প্রাউথ চান-ওচা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

গণতন্ত্রপন্থি দুই বিরোধী দল দেশটিতে ন্যূনতম মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মাঝে প্রচারণা চালিয়েছে।

থাইল্যান্ডে জাতীয় নির্বাচন

নির্বাচনে প্রায় পাঁচ কোটি ভোটার ভোট দিয়ে দেশটির সংসদের নিম্ন কক্ষের ৫০০ সদস্য নির্বাচিত করবেন। এ ছাড়া ২০ লাখ ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন।

এদিকে, নির্বাচনে ফেউ থাই পার্টির নেতৃত্ব দেওয়া থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা বাবার রাজনৈতিক নেটওয়ার্ক ব্যবহার করে এরই মধ্যে ভোটারদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। টেলিকমিউনিকেশন খাতের কোটিপতি থাকসিন দেশটিতে নিম্ন আয়ের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। তবে অভিজাত শ্রেণির কাছে তেমন জনপ্রিয় না।

ইত্তেফাক/এএইচপি