বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রাজধানীতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, মালিক পলাতক

আপডেট : ১৭ মে ২০২৩, ১৮:৫৩

রাজধানীর উত্তরা এলাকায় রেলপথের পাশ দিয়ে চলার সময় বুধবার (১৭ মে) দুপুরে এক হাতির মৃত্যু হয়েছে। হাতিটি উদ্ধার করে রেলপথের পাশে রাখা হয়েছে। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তবে হাতিটির মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিমান বন্দর স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.আকবর আলী জানান, বুধবার দুপুরে কোটবাড়ি এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের পাশ দিয়ে দুইটি হাতি নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন। দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির চট্টলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি হাতি ধাক্কা খায়। পরে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। এ সময় অন্য হাতিসহ মাহুত পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত হাতিটির শরীর ও পায়ে জখম হয়।

তিনি আরও জানান, রেল বিভাগের ভেকু দিয়ে হাতিটি উদ্ধার করে রেলপথে দুই লাইনের মাঝখানে রাখা হয়েছে। হাতিটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হাস্তান্তর করা হবে।

ইত্তেফাক/পিও