বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বেলুন দুর্ঘটনায় আহত ছেলে-মেয়ের অভিভাবক পেলেন  ১০ লাখ টাকার চেক

আপডেট : ১৭ মে ২০২৩, ২১:০৯

গত বছর ৪ এপ্রিল গ্যাস বেলুন দুর্ঘটনায় আহত এক ছেলে ও এক মেয়ের বাবা জোর্তিময় দেব ঝন্টুকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বুধবার (১৭ মে) ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সামন্ত সেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট, ঢাকার প্রধান সমন্বয়ক ও বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. সামন্ত লাল সেন বলেন, ‘শীঘ্রই সিলেটে ১০০ বেডের বার্ণ ইউনিট স্থাপন করা হবে। এর জন্য প্রস্তুতিও চলছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী যতদিন থাকবেন, দেশ ততদিন উন্নত থাকবে।’

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার পরিচালনায় ঢাকা থেকে আগত প্রফেসর নওয়াজিশ, ডা. সাদিয়া সহ বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুর্ঘটনায় আহত এক ছেলে ও এক মেয়ের পিতা জোতির্ময় দেব ঝন্টু ও তাদের মাতাও অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি প্রফেসর ডা. সামন্ত লাল সেন, জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে ১০ লাখ টাকার চেক তোলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনে মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ ভিপি।

গত বছর মুজিববর্ষ উপলক্ষে ময়মনসিংহ থেকে গ্যাস বেলুন ছোঁড়া হয়েছিল। সেটি নষ্ট হয়ে ওসমানী নগর উপজেলার তাজপুরের বিছরাকান্দি গ্রামের জোতির্ময় দেব ঝন্টুর বাড়িতে পতিত হয়। এতে তার এক ছেলে (১৭) ও এক মেয়ে (১৬) আহত হন। এক স্ত্রী ও তিন সন্তান মিলে জোতির্ময় দেব এর পরিবার। আহত দুজন ছাড়াও আরো এক ছেলে রয়েছে ওই পরিবারে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় এবং ডা. সামন্ত লাল সেন ও আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচেষ্টায় তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

ইত্তেফাক/এসজেড