শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভাটারায় নকশাবহির্ভূত ভবন ভাঙলো রাজউক

আপডেট : ১৮ মে ২০২৩, ০৯:৫৪

ঢাকার ভাটারা এলাকায় নকশাবহির্ভূত ও ভূমিকম্প ঝুঁকি রয়েছে এমন দুটি ভবন ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ৩ তলা এবং ৬ তলার দুটি নির্মাণাধীন ভবন ভাঙা হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিন তলার নির্মাণাধীন বাড়ির মালিক সুলক্ষন চক্রবর্তী। তিনি ভবন ভাঙার সময় উপস্থিত থাকলেও গণমাধ্যমের সাথে কথা বলতে চাননি। ৬ তলার নির্মাণাধীন বাড়িটির মালিক মো. শামিম হোসেন। তিনিও এ সময় উপস্থিত ছিলেন। ভবন দুটির নকশাবহির্ভূত অবৈধ অংশ অপসারণ করেছে রাজউক।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, রাজউক জোন ৪/১ এর আওতাধীন ভাটারা এলাকায় নকশাবহির্ভূত ও ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ রয়েছে- এমন সব ভবনের বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। ভবনের মালিকদের সরকারি আইন অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকে আমরা অভিযান পরিচালনা করি। সেইসঙ্গে নকশার বাইরে ভবন নির্মাণ না করতে ও ভূমিকম্পে ঝুঁকি রয়েছে- এমন ভবনের বিষয়ে সতর্ক করি।

ইত্তেফাক/এসকে