বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফেসবুক ব্লু-ব্যাজ পেতেও দিতে হবে টাকা, যুক্তরাজ্যে কার্যক্রম শুরু

আপডেট : ১৮ মে ২০২৩, ১০:৫০

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা যুক্তরাজ্যে পেইড ভেরিফিকেশন সেবা চালু শুরু করেছে। এটি ইলন মাস্কের টুইটার ব্লু-এর মতো পরিষেবা। ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রতি মাসে ৯.৯ পাউন্ডে ব্লু টিক দেওয়া হবে। বিবিসি

সাবস্ক্রাইবারদের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং যোগ্যতা অর্জনের জন্য একটি সরকারি আইডি জমা দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ফিচারটি ইতিমধ্যে যুক্ত।

যারা মেটা ভেরিফায়েডে নিবন্ধন করেছেন তারা একটি বিজ্ঞপ্তি পাবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি যুক্তরাজ্যে সার্বিকভাবে চালু করা হবে। মেটা অনুমোদিত ব্যক্তিরা একটি ভেরিফাইড ব্যাজ পাবেন।

প্রসঙ্গত, ইলন মাস্ক ২০২২ সালের নভেম্বরে প্রিমিয়াম টুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু করার পরে এই পদক্ষেপ নিলো ফেসবুক।

যদিও টুইটার পরে বেশ কয়েকজন সেলিব্রিটি, সরকার ও সংস্থাকে বিনামূল্যে ব্লু টিক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইত্তেফাক/এসকে