মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তৃতীয় সন্তানের অপেক্ষায় বরিস জনসন ও স্ত্রী ক্যারি

আপডেট : ২০ মে ২০২৩, ১৩:৪৬

আবার গর্ভবতী, তৃতীয় সন্তানের অপেক্ষায় বরিস জনসন ও স্ত্রী ক্যারি। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী ক্যারি জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্যারি জনসন ইন্সটাগ্রামে লেখেন, 'গত আট মাস আমি বেশ ক্লান্ত বোধ করছি। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে ছোট্টটির সঙ্গে দেখা, আমরা অপেক্ষা করতে পারছি না।'

জনসন ২০২১ সালের মে মাসে ক্যারিকে বিয়ে করেন। তাদের দুই সন্তান তিন বছর বয়সী উইলফ এবং দুই বছর বয়সী রোমি। জনসনের প্রথম স্ত্রীর সঙ্গে আরও চারটি সন্তান রয়েছে।

ক্যারি ইন্সটাগ্রামে আরও লেখেন, 'আবার বড় ভাই হচ্ছে, তাই উইলফ খুব উত্তেজিত এবং সে এটি সম্পর্কেই কথা বলছে বারবার। রোমি কিছুই বোঝে না বলে মনে হচ্ছে... শীঘ্রই সে করবে!'

যুক্তরাজ্যের প্রায় ২০০ বছরের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন বিয়ে করেন।

জনসন গত বছরের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। যুক্তরাজ্যের প্রায় ২০০ বছরের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন বিয়ে করেন।

ইত্তেফাক/ডিএস