ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শনিবার (২১ মে) ভোরে এক কয়েদির মৃত্যু হয়েছে।
মৃত এসএম মাহাসিন-উল-মুলুকের বয়স ৬৮ বছর। তার বাবার নাম বরকত উল্লাহ।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অসুস্থ হয়ে পড়ায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কয়েদি মুলুককে ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।