শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেক্সিকোতে গুলিতে নিহত ১০

আপডেট : ২১ মে ২০২৩, ১২:২৬

মেক্সিকোর একটি 'কার শো'তে গুলিতে কমপক্ষে ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। শনিবার (২১ মে) বাজা ক্যালিফোর্নিয়ায় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পৌর সরকার। খবর বার্তা সংস্থা রয়টার্স।

এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় একটি অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ২টার দিকে বন্দুকধারী লোকেরা একটি গ্যাস স্টেশনে অংশগ্রহণকারীদের ওপর গুলি করতে শুরু করে।

পরে পৌর ও রাজ্য পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়।

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস জানান, রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ এ ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।

ইত্তেফাক/এফএস