বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফের সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ২১ মে ২০২৩, ১৪:৩২

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় আবারও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

১৫ ঘণ্টা পর শনিবার (২০ মে) রাত ৮টার দিকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হলেও আজ আবার যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়।

সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত।

কাজ শেষ হওয়ার পর ট্রেন ছেড়ে যাবে জানিয়ে ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, কিছু সময়ের জন্য সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ আছে। উদ্ধার করে ৩টি বগি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হবে।

এর আগে শনিবার ভোর ৫টার দিকে দুর্ঘটনায় ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়ে যায়। মূলত ঝড়ের কারণে বনের গাছ ভেঙে রেললাইনে পড়ে এবং সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ইত্তেফাক/এসকে