বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়েছে আসামি

আপডেট : ২১ মে ২০২৩, ২১:০৮

বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কৌশলে হাতকড়া খুলে পুলিশের সামনে থেকে চঞ্চল ইলিয়াস ইমরান নামে এক আসামি পালিয়ে গেছে। রোববার (২১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ইমরান সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। 

কোর্ট ইন্সপেক্টর অশোক কুমার সিংহ বলেন, দুপুরে গাবতলী থানা থেকে পুলিশের একটি ভ্যান পাঁচ আসামি নিয়ে আদালত চত্বরে এসে থামে। সেখান থেকে আসামিদের নামানোর সময় পুলিশ বেষ্টনীর মধ্যেই ইমরান কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, ইমরানকে মোটরসাইকেল চুরির মামলায় শনিবার বিকালে গাবতলী চোকবোজাই থেকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে হাজির করার জন্য নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে গাড়ি থামলে কৌশলে ইলিয়াস হাতকড়া খুলে পালিয়ে যান। পলাতক ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এবি/পিও