বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউপি সদস্যের ছেলের থাপ্পড়ে প্রাণ গেল রিকশাচালকের

আপডেট : ২১ মে ২০২৩, ২১:২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ইউপি সদস্যের ছেলের থাপ্পড়ে সোহেল (১৭) নামে এক অটো রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (২১ মে) উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা কৃষি বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার সরিষা ইউপির গুইলাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে।

জানা যায়, সোহেল প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সরিষা কৃষি বাজারে পৌঁছালে স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নালের শরীরে অটোরিকশার ধাক্কা লাগে। এতে  ময়নাল ক্ষিপ্ত হয়ে সোহেলকে থাপ্পড় মারে। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সোহেল। এ সময় ময়নালের বোন জামাই মনির হোসেন ও স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মনির হোসেনকে আটক করে। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

ইত্তেফাক/এবি/পিও