মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আর্জেন্টিনার এশিয়া সফরের সূচি প্রকাশ  

আপডেট : ২২ মে ২০২৩, ১৭:৫৮

আগামী জুনে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-ডি মারিয়ারা। এক টুইটবার্তায় চূড়ান্ত সূচি প্রকাশ আর্জেন্টিনা।চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। 

এরপর ইন্দোনেশিয়ায় আরও একটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। বেইজিংয়ে আগামী ১৫ জুন ওয়ার্কাস স্টেডিয়ামে সকারুজদের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের শেষ ষোল'তে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে মেসির গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল । আর আগামী ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচে অংশ নিবে আর্জেন্টিনা।

ফুটবল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস জনসন বলেছেন, দীর্ঘদিন ধরে চায়নার সঙ্গে বিরূপ সম্পর্ক এই ম্যাচের মাধ্যমে কিছুটা হলেও উন্নতি হবে। ফুটবল সত্যিকার অর্থেই একটি বৈশ্বিক খেলা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে পারার সুযোগ পাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য দারুণ একটি সুযোগ। এর মাধ্যমে আশা করছি ভবিষ্যতে চায়নায় আরও ম্যাচ খেলার দরজা উন্মুক্ত হবে। অস্ট্রেলিয়ার জাতীয় দল ১৫ বছর আগে সর্বশেষ চায়নায় ম্যাচ খেলেছে। যে কারণে এখানে ফিরে আসতে পেরে ও একইসঙ্গে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে অস্ট্রেলিয়া উত্তেজিত। গত বছরের শেষে করোনা ভাইরাসের কঠিন বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার পর থেকে চায়নায় ধীরে ধীরে আন্তর্জাতিক খেলাগুলো ফিরতে শুরু করেছে।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন