শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

'দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই'

আপডেট : ২২ মে ২০২৩, ১৯:১৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৯ মে) দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা চালান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

জেলা আওয়ামী লীগের এই নেতা বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। জগন্নাথপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলামের পক্ষে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, অ্যাডভোকেট চাঁন মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সুনামগঞ্জ সরকারি কলেজের ভিপি অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শন্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম