সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইবিতে চালু হচ্ছে ফরাসি ভাষা কোর্স

আপডেট : ২২ মে ২০২৩, ১৯:৫৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এর অধীনে ফরাসি ভাষা কোর্স ও ফরাসি কালচারাল ইনস্টিটিউট চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। 

সোমবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালামের সঙ্গে তার বাংলোয় বাংলাদেশে ফরাসি দূতাবাসের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ইবি কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিধি দলের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ফরাসি ভাষা কোর্স ও ফরাসি কালচারাল ইনস্টিটিউট চালুর বিষয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশে ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান গুইলাউমি অড্রেন ডি কারড্রেল, কালচারাল অ্যাটাচি ইয়োহান গিগারেল এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র পরিচালক ফ্রঁসোয়া গ্রোসজিন উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান সেখানে উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, মতবিনিময় কালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা কোর্স ও ফরাসি কালচারাল ইনস্টিটিউট চালু, ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামসহ পারস্পরিক বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে আলিয়ঁস ফ্রঁসেজ এবং আইআইইআর-এর যৌথ উদ্যোগে একটি সেমিনার আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনের অবকাঠামো পরিদর্শন করেন। 

এ প্রসঙ্গে ইবির ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এর পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ভাষা কোর্স চালু করা সময়ের দাবি। বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় ফরাসি ভাষা কোর্স ও ফরাসি কালচারাল ইনস্টিটিউট চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়া খুব দ্রুত সময়ের মধ্যে জাপানি ভাষা কোর্স চালুর বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। 

ইত্তেফাক/এআই