মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শেখ হাসিনাকে 'হত্যার হুমকি'র প্রতিবাদে সুনামগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ

আপডেট : ২৩ মে ২০২৩, ০০:৫২

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।

সোমবার (২২ মে) বিকাল ৪টায় সুনামগঞ্জ শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে মিছিলে অংশ নেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামীলীগ নেতা শংকর দাস, জিতেন্দ্র তালুকদার পিন্ট, অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু, জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে প্রমুখ।

পরে এক প্রতিবাদ সমাবেশে তারা বলেন, 'রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্যে জনসভায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এখনো সময় আছে কথাবার্তায় শালীনতা রক্ষা করার। নতুবা সারাদেশের সকল মুজিব সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতকে প্রতিরোধ ও প্রতিহত করবে।'

ইত্তেফাক/এসটিএম