বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সায়েন্স ল্যাব এলাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

আপডেট : ২৩ মে ২০২৩, ১৭:২২

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিউমার্কেট থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এসময় নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে এবং বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দেয়। 

পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করার পর সংঘর্ষের ঘটনা ঘটে।

ইত্তেফাক/এএএম