মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্পেনে নির্বাচন ঘিরে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৯

আপডেট : ২৫ মে ২০২৩, ১১:৫৫

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সঙ্গে স্থল সীমান্ত থাকা স্পেনের ছিটমহল মেলিয়ায় নির্বাচন ঘিরে জালিয়াতির অভিযোগে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। আগামী রোববার (২৮ মে) স্পেনের কয়েকটি এলাকা ও সব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৪৯৭ সালে মেলিয়া জয় করে স্পেন। তবে মরক্কো এখনও ঐ এলাকা তাদের বলে দাবি করে। মেলিয়ার বাসিন্দা প্রায় ৮৫ হাজার। মেলিয়ায় সম্প্রতি চিঠির মাধ্যমে ভোট দেয়ার আবেদন করেন প্রায় ১২ হাজার ভোটার, যা মোট ভোটারের প্রায় ২১ শতাংশ। 

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সঙ্গে স্থল সীমান্ত থাকা স্পেনের ছিটমহল মেলিয়ায় নির্বাচন ঘিরে জালিয়াতির অভিযোগে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

এই সংখ্যা স্পেনে চিঠির মাধ্যমে ভোট দিতে চাওয়ার গড়ের সাত গুন। এই অবস্থায় মেলিয়ায় চিঠির মাধ্যমে ভোট দেয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে ভোট দেয়ার পর ডাকঘরে চিঠি ফেলার সময় ভোটারদের পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়।

এছাড়া, মুখোশ পরা মানুষদের দ্বারা কয়েকটি ডাকাতির ঘটনার পর মেলিয়ায় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের পুলিশি নিরাপত্তা দেয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে রোববার (২১ মে) ও সোমবার (২২ মে) মেলিয়ার ১০টি স্থানে অভিযান চালায় পুলিশ। 

এই অবস্থায় মেলিয়ায় চিঠির মাধ্যমে ভোট দেয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়।

এর মধ্যে মেলিয়া শহর পরিচালনায় থাকা জোট সরকারের অংশ কোয়ালিশন ফর মেলিয়া বা সিপিএম পার্টির সদরদপ্তরও রয়েছে বলে জানিয়েছেন দলটির এক মুখপাত্র। তিনি একে 'গণতন্ত্রের উপর হামলা' বলে আখ্যায়িত করেন। 

তবে স্পেন সরকারের মুখপাত্র ইসাবেল রড্রিগেজ জানিয়েছেন, পুলিশি অভিযান প্রমাণ করছে, নির্বাচনী প্রক্রিয়ায় সমস্যা ঠিক করতে 'আইনের শাসন কাজ করছে'। সোমবার প্রকাশিত এক জনমত জরিপে দেখা যাচ্ছে, সিপিএম ৩৯ দশমিক ৪ শতাংশ ভোট পাবে। 

স্পেন সরকারের মুখপাত্র ইসাবেল রড্রিগেজ

সেই হিসেবে স্পেনের প্রধান বিরোধী দল পিপলস পার্টির চেয়ে অনেক এগিয়ে আছে তারা। ১৯৯৫ সালে স্পেনের সোশ্যালিস্ট পার্টি থেকে আলাদা হয়ে সিপিএম পার্টি গঠিত হয়। এর প্রধান মুস্তফা আবারচান ১৯৯৯ সাল থেকে দুই বছর পর্যন্ত মেলিয়ার মেয়র-প্রেসিডেন্ট ছিলেন।

২০০৮ সালে আবারচানকে ভোটের বিনিময়ে চাকরির অঙ্গীকার করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। তাকে দুই বছরের কারাদণ্ড ও প্রায় ১১ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল।

ইত্তেফাক/ডিএস