মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৭৮ কেজি রুপা ও আড়াই কেজি সোনা উদ্ধার, আটক ১

আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:৩৬

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ৭৮ কেজি রুপা ও আড়াই কেজি ২০টি সোনারবার উদ্ধার করা হয়। এ সময় এক নারীকে আটক করে বিজিবি।

সীমান্তবর্তী দর্শনা মোবারকপাড়া থেকে রুপা ও নাস্তিপুর থেকে আড়াই কেজি ২০টি সোনারবার সহ বুধবার বিকালে মহিলা চোরাকারবারিকে আটক করেছে। আজ বুধবার বিকালে এগুলো উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, ওইদিন বিকালে খবর পেয়ে দর্শনা পৌরসভার মোবারকপাড়ার মোস্তাফা মিয়ার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা চারটি ব্যাগ থেকে ৭৮ কেজি( প্রায় দু মণ) রুপা উদ্ধার করা হয়। বাড়িতে লোকজন না থাকায় কাউকে আটক করা যায়নি।

এদিকে একইদিন দুপুরে দর্শনার বাড়াদি ক্যাম্পের বিজিবি টহলদল স্থানীয় নাস্তিপুর কবরস্থান রোড থেকে বোরকা পরিহিত এক নারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০টি সোনারবার (২ কেজি ৩৪০ গ্রাম) উদ্ধারের পাশাপাণি ওই নারীকে আটক করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার করা রুপার বাজার মূল্য এক কোটি ২০ লাখ এবং সোনার মুল্য দুই কোটি ৩৪ লাখ ১২হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, উদ্ধার করা মালামাল ট্রেজারিতে পাঠানো হয়েছে এবং আটক নারীকে দর্শনা থানায় সোপর্দ করে মামলা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/আরএজে