শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

যমুনা স্মার্ট ডিজিটাল ডিসপ্লে রেফ্রিজারেটরের মোড়ক উন্মোচন

আপডেট : ২৫ মে ২০২৩, ২১:৪৪

সম্প্রতি মোড়ক উন্মোচন হল দেশ সেরা ব্র্যান্ড যমুনা রেফ্রিজারেটরের নিউ ইনোভেশন, ফ্যামিলি বস যমুনা স্মার্ট ডিজিটাল ডিসপ্লে রেফ্রিজারেটর।

স্টেট অব দি আর্ট টেকনোলজির এ রেফ্রিজারেটরে গ্রাহক সহজেই তার মোবাইলে ইনস্টলকৃত অ্যাপ ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট করে অপারেট করতে পারবে। এছাড়াও গ্রাহকরা প্রয়োজন অনুসারে যে কোন প্রান্ত থেকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন।

যমুনা ইলেক্ট্রনিক্স এর বিপণন বিভাগের এজিএম রুহুল কে সাগর বলেন, "যমুনা ফ্রিজ বুয়েট কর্তৃক পরীক্ষিত বাংলাদেশের নাম্বার #১ বেস্ট কুলিং পারফর্ম্যান্স রেফ্রিজারেটর যার সর্বোচ্চ তাপমাত্রা-২৮°C. । যমুনা ইলেক্ট্রনিক্স দেশের মার্কেটে নিয়ে এসেছে নতুন ইনোভেশন টেকনোলজি সম্পন্ন, ফ্যামিলি বস যমুনা স্মার্ট ডিজিটাল ডিসপ্লে রেফ্রিজারেটর। আপনার ব্যস্ত জীবনকে আনন্দময় করতে এই ফ্রিজে আছে- বিল্ড-ইন ব্লুটুথ মিউজিক সিস্টেম, স্মার্ট ওয়াইফাই কন্ট্রোল, ডিজিটাল টাচ ডিসপ্লে, মোবাইল অ্যাপসের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল, ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সহ আরো অনেক ফিচার।"

বিপণন বিভাগের পরিচালক সেলিম উল্লা সেলিম বলেন, যমুনা ইলেক্ট্রনিক্স সব সময় নিউ ইনোভেশন এবং লেটেস্ট টেকনোলজি নিয়ে কাজ করে থাকে, তারই ধারাবহিকতায় আমাদের এই অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর বা ফ্রিজার বর্তমান সময়ে আমাদের প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, গুণগতমান, উন্নত কম্প্রেসর, সাশ্রয়ী মূল্য, আকর্ষণীয় ডিজাইন এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী হওয়ার কারণে যমুনা রেফ্রিজারেটর আজ সকলের পছন্দের শীর্ষে।

ডিজিটাল টাচ ডিসপ্লে আর ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজির এ স্মার্ট রেফ্রিজারেটর থাকছে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার মুডকে রাঙিয়ে দিতে ইউটিউব থেকে পছন্দ অনুসারে গান শুনতে পারবেন। তাছাড়া ভুলক্রমে যদি রিফ্রিজারেটরের ডোর লক না করেন কিংবা যথাযথভাবে বন্ধ না হয় তাহলে মোবাইল  অ্যাপস - এ গ্রাহক দেখতে পাবেন। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, রেফ্রিজারেটরের উৎপাদন প্রক্রিয়ায় যমুনা যে কাঁচামাল, উদ্ভাবন আর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, সেটি দেশের আর কোন প্রতিষ্ঠানের নেই।  যমুনা তার সেরা পণ্যটিই গ্রাহকের কাছে তুলে দিচ্ছে। 

ইত্তেফাক/এএইচপি