শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সন্দ্বীপে উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার জয়

আপডেট : ২৬ মে ২০২৩, ১০:৫৩

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাঈন উদ্দিন মিশন বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

নৌকা প্রতীকে নির্বাচন করে ২৭ হাজার ৬১২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

ফলাফল ঘোষণায় রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সন্দ্বীপ পৌরসভার প্রশাসক বীর মুক্তিযোদ্ধা রফিকুল। তিনি আনারস প্রতীক নিয়ে ১৬ হাজার ৫১৩ ভোট পেয়েছেন।

এছাড়াও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাহমুদ মশাল প্রতীক পেয়েছে ৭৩ ভোট ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলাল দোয়াত কলম প্রতীক পেয়েছে ৮৬ ভোট।

নির্বাচনে ৪০৯টি ভোট বাতিল করা হয়েছে। মোট ভোট পড়েছে ৪৪ হাজার ৬৯৩টি।

ইত্তেফাক/আরএজে