মানিকগঞ্জের শিবালয়ে অব্যাহত ঝড় ও বৃষ্টিতে শিবালয় উপজেলার ও পাশ্ববর্তী স্থানে উঠতি ও পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিস কর্মকর্তা রিয়াজুর রহমান জানান, দমকা হাওয়া ও বৃষ্টিতে উপজেলার অন্তত দেড় হাজার হেক্টর জমির কাঁচা-পাকা বোরো ধান নুইয়ে পড়েছে। তবে ক্ষতি এড়াতে অনেকেই এসব ধান আগাম কেটে নিচ্ছে।
উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর বোরোর বাম্পার ফলনের তথ্য থাকলেও প্রবল ঝড় ও বৃষ্টিতে এ লক্ষ্যমাত্রা পূরণ হওয়া ব্যাহত হবে। ঝড়ে শাক ও সবজি, আম, লিচুসহ বিভিন্ন ফলেরও ক্ষতি হয়েছে। গাছপালা, বাড়ি-ঘরসহ ক্ষতি হয়েছে।