মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সিলেটে নেই নির্বাচনি উত্তাপ 

একাই মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আনোয়ার

আপডেট : ২৭ মে ২০২৩, ০৩:৩০

বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী সিসিক নির্বাচন থেকে সরে যাওয়ায় সিলেটে নির্বাচনি উত্তাপ নেই বললেই চলে। অনেকেই বলছেন এবার সিসিক নির্বাচনটি হবে ‘ম্যাড়ম্যাড়া’, ‘জৌলুসহীন,’ ‘প্রতিযোগিতাবিহীন।’ কেন্দ্রে ভোটাররা যাবেন কি না তা নিয়েও সংশয়। তবে ৪২টি ওয়ার্ডের কাউন্সিলারদের জনসংযোগ-প্রচারণা চলছে।

এদিকে বৃহস্পতিবার যাচাই-বাছাইকালে নির্বাচন কমিশন কাউন্সিলর পদে ৩৭৬ প্রার্থীর মধ্যে ১১ জন  এবং মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। অবশ্য তারা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। তবে নির্বাচন যেমনই হোক আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী একাই মাঠ দাপিয়ে চলেছেন। সভা, জনসংযোগ অব্যাহত রেখেছেন। তার সঙ্গে নেতারাও ঘুরে বেড়াচ্ছেন অনেকটা ফুরফুরে মেজাজে।

গতকাল শুক্রবার সকালে সমন্বিত মণিপুরি সমাজের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মণিপুরি সম্প্রদায়ের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছেন। মণিপুরি সমাজের জ্যেষ্ঠ পুরোহিত বেণু ভূষণ ব্যানার্জির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

এছাড়া বাকি পাঁচ মেয়র প্রার্থী জাপার নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু ও মো. ছালাহ উদ্দিন রিমন জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/এমএএম