বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাভারে ডিবি কর্মকর্তাকে ছুরিকাঘাত, আটক ২

আপডেট : ২৭ মে ২০২৩, ১৯:৩৪

সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) রাতে পৌরসভার জামসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ডিবি কর্মকর্তার নাম মো. সুলতান। তিনি সহকারী উপ-পরিদর্শক হিসেবে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের সাভার জোনে কর্মরত রয়েছেন।

ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সাভারের জামসিং এলাকায় ভাড়া বাসায় থাকেন এএসআই সুলতান। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় যাওয়ার সময় পেছন থেকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার কাঁধে ছুরিকাঘাত করা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত রয়েছেন। সুস্থ হওয়ার পর তার সঙ্গে কথা বলা পর হামলার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

ইত্তেফাক/এবি/পিও