বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ২৮ মে ২০২৩, ১০:১৯

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আতিকুর রহমান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আতিকুরকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, আতিকুর রহমানের বাবার নাম সামাদ মোল্লা। তিনি কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন।

ইত্তেফাক/এসকে