চলতি মৌসুমে স্প্যানিস লা লিগায় পাঁচ বার বর্ণবাদের শিকার হয়েছেন স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র। সবশেষ লা লিগার ম্যাচে গত ২১ মে (রবিবার) ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে নেমে বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার। এরপরই এ সমস্যা নিয়ে কঠোর প্রতিবাদ শুরু করেন ভিনিসিয়ুস। ‘এটি প্রথম বার নয়, দ্বিতীয় বারও নয় কিংবা তৃতীয় বারও নয়। লা লিগায় এখন বর্ণবাদ স্বাভাবিক। প্রতিযোগিতাটি মনে করে, বর্ণবাদ স্বাভাবিক ঘটনা। বিষয়টি ফেডারেশন ও প্রতিপক্ষরা উৎসাহিত করছে। আমি খুবই দুঃখিত, যে চ্যাম্পিয়নশিপ একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো ও মেসির ছিল, তা আজ বর্ণবাদীদের।’ এর পরই তার পাশে দাঁড়ায় গোটা ফুটবল বিশ্ব।
পরে অবস্থা বেগতিক দেখে ভ্যালেন্সিয়াকে জরিমানা ও শাস্তি হিসেবে মাঠের গ্যালারির একটি অংশ পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেয় স্পেনের ফুটবল ফেডারেশন। তবে লা লিগার এসব পদক্ষেপে স্পেন থেকে এখনই বর্ণবাদ সমস্যা নিরসন হবে না বলে মনে করছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের এই কোচ স্পেনের নাগরিক। তিনি দীর্ঘদিন স্পেন জাতীয় দল ও বার্সেলোনার হয়ে খেলেছেন। এছাড়া লম্বা সময় কাতালানদের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্ণবাদ সমস্যা নিয়ে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘সামগ্রিকভাবে বর্ণবাদ অবশ্যই একটি বড় সমস্যা। এটি শুধু নির্দিষ্ট একটি জায়গার (স্পেন) জন্য নয়। আমাদের লোকেরা সব সময় চিন্তা করে যে, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বা অন্যদের চেয়ে আমরা অনেক ভালো। সমস্যা হলো সব জায়গাতেই বর্ণবাদ রয়েছে। শুধু লিঙ্গের জন্য নয়, রঙের জন্য, মনোভাবের জন্য।’
সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারের মতে, অন্যদের থেকে ভাষায় এবং দেশ হিসেবে এগিয়ে থাকলেও মানুষ হিসেবে পিছিয়ে রয়েছে স্পেন। তিনি বলেন, ‘আমাদের ভাষা অন্যদের চেয়ে ভালো, দেশও অন্যদের চেয়ে অনেক এগিয়ে। মানুষ হিসেবে এই বৈচিত্র্যকে একটি শক্তি হিসেবে আমাদের গ্রহণ করা উচিত। কিন্তু আমারা এখনো অনেক পিছিয়ে আছি। ভালো হওয়ার জন্য এটি স্পেনের প্রথম পদক্ষেপ হতে পারত। তবে আমি আশাবাদী নই। নিজের দেশকে যতটুকু জানি, তাতে আমি সত্যিই আশাবাদী নই। অনেক কালো মানুষ আছে, যারা নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করছে। কিন্তু তাদের এ ব্যপারে লড়াই করার কথা নয়। আশা করি ন্যায়বিচার তাদের সাহায্য করবে। কিন্তু আসলেই কি স্পেনে কিছু পরিবর্তন আসবে?’
এ সময় স্পেনে বর্ণবাদ নিরসনের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের বিধানগুলো অনুসরণের আহ্বান জানান গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘এখানে তারা অনেক কঠোর, তারা জানে কী করতে হবে। তাদেরও (স্পেন) এমনটা করা উচিত।’