রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্মার্টফোন কাণ্ডে ভারতের সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ২৮ মে ২০২৩, ১৪:১৩

সেলফি তোলার সময় পড়ে যাওয়া স্মার্টফোন উদ্ধারের জন্য জলাধার নিষ্কাশনের নির্দেশ দেওয়া ভারতের এক সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। খাদ্য পরিদর্শক রাজেশ বিশ্বাস গত সপ্তাহে ছত্তিশগড় রাজ্যের কাঙ্কের জেলার খেরকাট্টা বাঁধে তার স্মার্টফোনটি হারান। আল-জাজিরা

জানা গেছে, ফোনটি উদ্ধারে তিনদিন ধরে সেচের মাধ্যমে জলাধারের পানি নিষ্কাশন করা হয়। এ ঘটনায় প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

রাজেশ প্রথমে স্থানীয় ডুবুরিদের ফোনটি খুঁজে বের করার নির্দেশ দেন। তিনি দাবি করেছিলেন, ফোনে সংবেদনশীল সরকারি তথ্য রয়েছে। কিন্তু ফোন উদ্ধারের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হলে তিনি পাম্প দিয়ে সেচে জলাধারটি খালি করতে বলেন।

পরবর্তী তিন দিনে জলাধার থেকে ২০ লাখ লিটারেরও বেশি পানি সেচে ফেলা হয়। এই পানি দিয়ে ভারতের ওই অঞ্চলে প্রচণ্ড গ্রীষ্মে অন্তত ১ হাজার ৫০০ একর জমিতে সেচ দেওয়া যেত।

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে রাজেশ বিশ্বাসকে একটি লাল ছাতার নিচে বসে থাকতে দেখা যায়। আর পাশেই ডিজেল পাম্পগুলো দিয়ে জলাধার নিষ্কাশনের কাজ চলছে।

রাজেশ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জলাধারের জল সেচের জন্য ব্যবহারের অনুপযোগী ছিল। তিনি পানি নিষ্কাশনের জন্য একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমতিও পেয়েছিলেন।

টাইমস অফ ইন্ডিয়াকে রাজেশ বলেন, সেচ বিভাগের কর্মকর্তারা আমাকে বলেছিলেন, কৃষকরা পানি ব্যবহার করছেন না। আমি চাইলে ৩ ফুট খালি করতে পারি, তাই আমি নিষ্কাশন করেছি।

এদিকে, ফোনটি শেষ পর্যন্ত উদ্ধার করা হয়েছিল। তবে এটি আর ঠিক করা যায়নি।

জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক প্রিয়াঙ্কা শুক্লা বলেন, রাজেশ আনুষ্ঠানিক অনুমতি না নিয়ে পানি নিষ্কাশন করেছেন। এটা অগ্রহযোগ্য। রাজেকে পানি সেচতে অনুমতি দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এসকে