শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে: আমীর খসরু

আপডেট : ২৮ মে ২০২৩, ২০:৪৭

আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৮ মে) বিকালে ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগকে এখন চালায় পুলিশের একাংশ, সরকারের আওয়ামী মার্কা কিছু সরকারি কর্মকর্তা। আওয়ামী লীগকে চালায় দুর্নীতিবাজ কিছু নেতা আর ব্যবসায়ী। এরপর আর কোনো রাজনৈতিক দল আছে। বিএনপি রাজনৈতিকভাবে আজ বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী দল। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে পরাজিত হয়ে গেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন করছে। বাকস্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন করছে। গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পাওয়ার আন্দোলন করছে। বাংলাদেশের এ আন্দোলনের আন্তর্জাতিকীকরণ হয়েছে। এ আন্দোলন এখন আন্তর্জাতিক আন্দোলনে পরিণত হয়েছে। বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আমীর খসরু বলেন, বর্তমান সরকার আমাদের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করছে। আমাদের ১৭জন কর্মীকে মেরে ফেলেছে। ৪০ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। তারা চাকরি হারিয়েছেন, বাড়ি-ঘর হারিয়েছেন। পুলিশের নির্যাতনে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরও বিএনপির নেতা-কর্মীরা মনোবল হারাননি। এটিই আমাদের আশার কারন। 

তিনি আরও বলেন, সরকার আন্তর্জাতিক বিভিন্ন চাপে আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার পর এবার ভিসার ওপর নিষেধাজ্ঞা। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশে দাওয়াত দেওয়া হয়নি। কারন বিশ্ব মনে করে বাংলাদেশে গণতন্ত্র নেই।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীবুন্নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন ও শরীফুল আলমসহ আরও অনেকে।

 

 

ইত্তেফাক/এবি/পিও