শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফর্ম নিয়ে চিন্তিত নন লিটন 

আপডেট : ২৮ মে ২০২৩, ২১:৪৮

টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়া, এ বছর টেস্ট বা ওয়ানডেতে অর্ধশতকের দেখা পাননি লিটন দাস। ব্যাট হাতে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি তিনি। গত দুই বছরের ফর্ম বিবেচনায় সাম্প্রতিক সময়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ব্যাটার। তবে সাম্প্রতিক ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন লিটন। 

রোববার (২৮ মে) বাংলাদেশ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন লিটন। সেখানে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আপনি প্রতিদিন আপনার সেরা ফর্মে থাকতে পারবেন না। এটি অসম্ভব। একদিন আপনি ভালো খেলবেন, অন্যদিন আপনার খারাপ দিন যেতে পারে। তাই আমি চিন্তিত নই।লো ভা খেলার জন্য অনুশীলন চালিয়ে যাবো।’

লিটন দাস।

বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট আফগানিস্তানের বিপক্ষে। এক ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৪ জুন। আফগানিস্তান সিরিজ প্রসঙ্গে লিটন আরও বলেন, ‘টেস্টের জন্য আগামীকাল থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। শেষবার আমরা যখন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছি, তখন হেরেছিলাম। এখন একটাই লক্ষ্য হলো জয়। আমরা সবসময় জয়ের জন্যই খেলি।’

 

ইত্তেফাক/জেডএইচ