রাজধানীর আফতাব নগর এলাকায় নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।
রোববার (২৮ মে) সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুরে।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/১ এর আওতাধীন আফতাব নগর এলাকায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এই এলাকার নির্মাণাধীন অনেক গুলো ভবন পরিদর্শন করি। রাজউক থেকে অনুমোদন নেয়া এমন নকশা বহির্ভূত রয়েছে যে ভবনগুলো পেয়েছি এমন সব ভবনের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। মোবাইল কোর্ট পরিচালনা করার ক্ষেত্রে কোনো নোটিশ প্রদান করার বাধ্যবাধকতা নেয়। আজকে যে ভবন গুলোর অবৈধ বর্ধিত অংশ ভাঙা হচ্ছে সেই ভবনের মালিকগণের প্রতিনিধিদের উপস্থিতিতে সরকারি আইন অনুযায়ী অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় উচ্ছেদ অভিযানে নকশা বহির্ভূত ১০ তলা নির্মাণাধীন ৩টি ভবনের অবৈধ বর্ধিতাংশ ভাঙা হয়েছে এবং প্রতিটি ভবনের মালিকদেরকে দুই লক্ষ টাকা করে মোট ছয় লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক অথরাইজড অফিসার ইমরুল হাসান ও অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণ, এছাড়াও জোনের রাজউকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।