শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের অভিযোগে ২ যুবক আটক

আপডেট : ২৯ মে ২০২৩, ১১:১৯

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

উখিয়ার কুতুপালং বাজার থেকে শনিবার (২৭ মে) রাত ২টার দিকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

রোববার (২৮ মে) রাত ৮টায় উখিয়া থানায় কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ে উখিয়া-টেকনাফের (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য দেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাত ২টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে স্বীকার করে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুই যুবকের অতীত কর্মকাণ্ড পর্যালোচলা করা হচ্ছে।

ইত্তেফাক/আরএজে