রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে রড পড়ে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুর পৌনে একটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অজ্ঞাত ওই শিশুকে উদ্ধার করে নিয়ে আসা মনির হোসেন বলেন, ‘বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে একটি রড পড়ে ওই শিশুর মাথায় ঢুকে যায়। পরে আমি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার সময় ওপর থেকে একটি রড পড়ে ওই শিশুর মাথার ঢুকে যায়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগে তার মৃত্যু হয়। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে।’
শিশুটির লাশ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত নাম পরিচয় পাওয়া যায়নি।