বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজউকের আকস্মিক পরিদর্শনে বন্ধ নকশা বহির্ভূত ভবনের কাজ

আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:১৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মুগদা ও মান্ডা এলাকায় গ্রীন মডেল টাউন এলাকায় নির্মানাধীন একটি ভবন পরিদর্শন করে। এ সময় তারা বেশকিছু নির্মাণাধীন ভবনে অনিয়ম দেখায় সেগুলোর কাজ বন্ধ করে দেয়।

সোমবার (২৯ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ পরিদর্শন কাজ চলে।

এলাকাবাসী জানায়, রাজউক নিয়মিত উচ্ছেদের অভিযানের পাশাপাশি পরিদর্শন করার কারণে এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ কমে গেছে।

পরিদর্শন শেষে রাজউকের সদস্য তন্ময় দাস সাংবাদিকদের জানান, নির্মানাধীন অধিকাংশ ভবনসমূহে কিছু অনিয়ম, ব্যত্যয় পরিলক্ষিত হয়। কয়েকটি ভবন অনুমোদিত নকশা অনুযায়ী করা হচ্ছে। দুই একটা ভবনের নকশা বহির্ভূত কাজ করায় তাদেরকে কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়। যেসকল ভবনে কাজ বন্ধ করে দেয়া হয়েছে নকশা বহির্ভূত অংশ না ভাঙলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোনো ভবনে এডিস মশার বিস্তার যেন না করতে পারে সেদিকে ভবন মালিকদের সতর্ক থাকতে বলা হয় অভিযানে।

এসময় পরিদর্শনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক মঞ্জুরুল আলম ও বেলাল হোসেন,ইমারত পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, মো: ইমরান শেখ, মোঃ জিয়াউদ্দিন, মোঃ তারিফুর রহমান, মোঃ কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহ রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসসি