মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘আওয়ামী লীগ নয়, ভিসা নীতিতে বেশি ক্ষতি হবে বিএনপির’

আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:২৫

আমেরিকার ভিসা নীতিতে আওয়ামী লীগ নয়, বেশি ক্ষতি হবে বলে বিএনপির এমন দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। 

রোববার (২৮ মে) সন্ধ্যা৭টার দিকে মাদারীপুরের রাজৈরে কুম্ভুমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে 
একথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, কয়েকদিন আগে আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশে ভোট চুরি হলে, ভোট ডাকাতি হলে যারা করবে তাদের ও তাদের পরিবারকে ভিসা দেওয়া হবে না। এতেই বিএনপি মহাখুশি হয়ে তাদের ধন্যবাদ দিতে গেলেন। কিন্তু এদের খুশি কোথায় যাবে, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। দেখবেন, বেশি ক্ষতি হবে বিএনপির, আওয়ামী লীগ নয়।

তিনি আরও বলেন, ‘আমেরিকার ভিসা নীতিতে বলা নেই যে, তত্ত্বাবধায় সরকারের অধীনে নির্বাচন নিতে হবে। বলা নেই নাশকতা করে সরকারকে হটাতে হবে। তাই আগামীতে যারা এসব করবে বরং তাদেরই ক্ষতি হবে।

এ সময় তিনি তিন দিনব্যাপী কুম্ভুমেলার উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন কদমবাড়ী সেবাশ্রমের সভাপতি প্রণব কুমার বিশ্বাস। এ ছাড়া রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও