শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তাহিরপুরে হিলিপ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ৩০ মে ২০২৩, ০২:৪০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এলজিইডি'র হিলিপ প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীরা এই কর্মশালায় অংশ নেন।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খানের সভাপতিত্বে ও হিলিপ প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ দোলা, সমবায় কর্মকর্তা আশীষ আর্চাযী, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট কোর্ডিনেটর হারুন অর রশিদ, উপজেলা প্রজেক্ট কোর্ডিনেটর নয়ন কুমার সরকার।

এছাড়াও বক্তব্য দেন হিলিপের সুবিধাভোগী কামরুন নাহার, ফয়েজ আহমদ, শফিক মিয়া, তারা মিয়া প্রমুখ।

ইত্তেফাক/এসটিএম