মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার গাড়ি চাপায় মো. আমজাদ হোসেন মোড়ল (৪১) নামে এক সরকারি কর্মচারী নিহতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন মোড়ল গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি জেলা ত্রাণ শাখার উদ্ধারকারী নৌযান চালক ছিলেন। অপরদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ফয়সাল আহমেদ। তিনি শহরের সেওতা এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে সরকারি দেবেন্দ্র কলেজে মাঠে বসে ছিলেন মো. আমজাদ হোসেন মোড়ল। ওই মাঠেই প্রাইভেটকার চালানো শিখছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ। হঠাৎ করে পেছন থেকে আমজাদ হোসেনের ওপর গাড়ি তোলে দেয়। এ সময় ফয়সাল আহমেদ দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে দেয়। পরে আমজাদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে গণপিটুনিতে আহত ফয়সাল আহমেদকে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতির হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফয়সাল আহমেদ।
সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, দুর্ঘটনার পর প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-৩৯-২৯৭৯) জব্দ করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।