মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পিরোজপুরে নানা আয়োজনে কালজয়ী সাংবাদিক মানিক মিয়াকে স্মরণ

আপডেট : ০১ জুন ২০২৩, ২০:৩৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনে উপমহাদেশের কালজয়ী সাংবাদিক, মুসাফির কলাম লেখক, জাতিসংঘ স্বীকৃত বিশ্বের সাহসী সাংবাদিক এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে বাদ আছর রিজার্ভ পুকুরপাড় উপজেলা কার্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ছদ্মনামে কলাম লেখনীর মাধ্যমে ৪৭, ৫২, ৬ দফাসহ স্বাধিকার আন্দোলনে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জনমত গড়ে তুলতে সামনে থেকে গণমুখী নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবদান অনস্বীকার্য। তার মৃত্যুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপজেলার বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সভায় বলেন- ‘দেখে যাও মানিক ভাই আমি তোমার ভান্ডারিয়ায় এসেছি, তবে দুঃখ হয় আজ তুমি বেঁচে নেই।’

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই তার লেখা ‘আমার প্রিয় মানিক ভাই’ বইয়ে উল্লেখ করেছেন- মানিক ভাই আমার বড় ভাই ছিলেন। তার মৃত্যুতে আমার ডান হাত ভেঙে গেল। দেশ স্বাধীনে তিনি যেমন তার লেখনী দিয়ে জনমত গড়ার কাজ করেছেন তেমনি নানা সময়ে সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। স্বাধীনতার ইতিহাস বিকৃতির যে চর্চা শুরুর আশঙ্কা করা হচ্ছে তাতে এক সময় নতুন প্রজন্ম দেশ স্বাধীনের সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত থাকবে। শুধু মানিক মিয়াই নয় যে সকল গুণী মানুষ রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করা উচিত। নাহলে আমাদের সন্তানরা অন্ধকারে হারিয়ে যাবে। কারণ ইতিমধ্যেই একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই এখন থেকেই সন্তানদের প্রতি অভিভাবক, সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের খোঁজ খবর রাখা প্রয়োজন। পাশাপাশি স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে তরুণদের স্ব উদ্যোগী হয়ে নতুন প্রজন্মকে জানাতে কাজ করতে হবে।

এ সময় জেপির উপজেলা কার্যনির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেপির উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জেপি মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা সহসভাপতি এবং গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলীসহ আরও অনেকে।

এদিকে বৃহস্পতিবার সকালে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেপির উপজেলা কার্যনির্বাহী সভাপতি ও সাকেব উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, শিক্ষক মো. আবুয়াল হোসেন, প্রবীর কুমার হাওলাদারসহ আরও অনেকে। এছাড়া বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর পরিবারের পক্ষ থেকে ভান্ডারিয়ার বিখ্যাত মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে মিলনায়তনে আলোচনা সভা, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া দুপুরে উপজেলার মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনাসভা, মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েত হোসেন খোকনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেপির উপজেলা কার্যনির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান, গিয়াস উদ্দিন বাবুল, মো. মুরাদ হোসেনসহ আরও অনেকে।

বাদ আছর উপজেলার ২ নম্বর নদমুলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেপির উপজেলা সহসভাপতি মো. শফিকুল কবির বাবুল তালুকদারের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত বাড়ি মসজিদে তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এবি/পিও