শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুব উন্নয়ন অধিদপ্তর ও দ্য আর্থ সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট : ০১ জুন ২০২৩, ২২:৩২

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের যুবগোষ্ঠীর উন্নয়নে যৌথভাবে কাজ করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি সংস্থা দ্য আর্থ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৩১ মে) যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

দেশের NEET যুবগোষ্ঠীকে চিহ্নিতকরণ, যুবদের জীবন দক্ষতা এবং যুব উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিকরণের মাধ্যমে যুব ক্ষমতায়ন নিশ্চিত করা, যুবদের প্রশিক্ষণ প্রদান এবং চাকুরীর বাজার তৈরি, যুব সংগঠনের সাথে মসৃণ যোগাযোগ তৈরি ইত্যাদি ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবে যুব উন্নয়ন অধিদপ্তর ও দ্য আর্থ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান। তিনি বলেন, ‘এই আয়োজনের পরিসরটি ছোট হলেও এর গুরুত্ব অনেক। বাংলাদেশ এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে, যেটিকে আমরা বলছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখনই আমাদের সময় দেশের যুবসমাজকে দেশ ও সমাজ গঠনে কাজে লাগানোর।’

একটি বিপুল সংখ্যক যুবগোষ্ঠী প্রতিবছর দেশের চাকরীর বাজারে ঢোকে, যাদের সকলকে যুব উন্নয়ন অধিদপ্তর ও সরকারের সুযোগ-সুবিধার আওতায় আনা সম্ভব হয়না। এই সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি দ্য আর্থ সোসাইটিকে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য এগিয়ে আসার জন্য স্বাগত জানান। তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি সকল পক্ষের যৌথ প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উন্নত দেশ ও স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে। এ উদ্দেশ্যকে সামনে রেখে সমঝোতা স্মারকে উল্লেখিত লক্ষ্যসমূহ অর্জনে যুব উন্নয়ন অধিদপ্তর দ্য আর্থ সোসাইটিকে সকল প্রকার সহযোগিতা প্রদান করবে।’ 

দ্য আর্থ সোসাইটির পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন সংগঠনটির চেয়ারম্যান মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন (অব:)। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমরা (দ্য আর্থ) প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যুব ও যুব নেটওয়ার্কের সাথে কাজ করে আসছি এবং ধীরে ধীরে আমরা এই যুব নেটওয়ার্ককে সম্পৃক্ত করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছি।’

দেশের বিপুল-সংখ্যক যুব গোষ্ঠীকে নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে একসাথে কাজ করার সুযোগ পেয়ে তিনি অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জানান। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গঠনে যুবদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দ্য আর্থ সোসাইটি সম্পূরক ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোখলেসুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) এম এ আখের সহ যুব উন্নয়ন অধিদপ্তর ও দ্য আর্থ সোসাইটির কর্মকর্তাবৃন্দ।

ইত্তেফাক/এএইচপি