বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শ্যামলীতে ২০তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে, একজনের লাশ উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২৩, ০৩:৫১

রাজধানী শ্যামলী এলাকার বহুতল ভবন রূপায়ণ শেলফোর্ডে লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবনটির ২০ তলা থেকে একজনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন ফায়ার সার্ভসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, নিহত ব্যক্তির (পুরুষ) পরিচয় পাওয়া যায়নি। ২০ তলায় আগুন নেভানোর কাজ করতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ২০তলা ওই ভবনে আগুন লাগে। ১৯ ও ২০ তলায় আগুন ছড়িয়েছিল। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবন থেকে ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৮ জন পুরুষ ও ৫ জন নারী।

ইত্তেফাক/এমএএম