সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) ইরানের যোগদান জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। খবর তাস'র
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জুলাইয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ সদস্য হব, যখন অ্যাসোসিয়েশনের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০২২ সালের ১৫-১৬ সেপ্টেম্বর সমরকন্দ এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজন করে, যেখানে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি উপস্থিত ছিলেন। ইসলামী প্রজাতন্ত্র সমিতির সদস্য রাষ্ট্রের মর্যাদা অর্জনের জন্য একটি অঙ্গীকার স্বাক্ষর করেছেন তিনি।
আগামী ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে এসসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়, সংস্থাটির সব সদস্য এই সম্মেলনে অংশ নেবেন।
পর্যবেক্ষক হিসেবে এসসিও শীর্ষ সম্মেলনে ইরান, বেলারুশ ও মঙ্গোলিয়াকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া তুর্কমেনিস্তানকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
প্রসঙ্গত, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন মূলত একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সংস্থা। রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, চীন, তাজিকিস্তান ও উজবেকিস্তান ২০০১ সালের জুনে সাংহাইতে এসসিও প্রতিষ্ঠার ঘোষণাপত্রে স্বাক্ষর করে। বর্তমানে এই সংগঠনে ভারত ও পাকিস্তানও রয়েছে।
সংগঠনের পর্যবেক্ষক দেশগুলো হলো- আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া। এছাড়া সংলাপ অংশীদার দেশগুলো- আজারবাইজান, আর্মেনিয়া, কম্বোডিয়া, নেপাল, তুরস্ক ও শ্রীলঙ্কা।