রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

এপিবিএনের অভিযানে ৫৬ মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২৩, ১৮:০২

এপিবিএনের অভিযানে ৫৬ মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ জুন) এপিবিএন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

এপিবিএন সূত্র জানায়, দেশের বিভিন্ন থানায় হারানো মোট ৫৬টি মোবাইল ফোন এবং বিকাশের মাধ্যমে প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ফোন ও টাকা মালিকের নিকট হস্তান্তর করেছে রাজধানীর উত্তরার ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

উল্লেখ্য, গত ২৩ মে থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার টিম দেশের বিভিন্ন স্থান থেকে হারানো এসব ফোন ও টাকা উদ্ধার করে। 

ইত্তেফাক/এএএম