শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রংপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২৩, ২০:৫২

রংপুরের বদরগঞ্জে পানিতে ডুবে তানজিরুল ইসলাম (৬) ও মনির হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই। শুক্রবার (২ জুন) বিকালে উপজেলার হাজিপুর সাতঘরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তাজজিরুল সাতঘরিয়া পাড়ার আউয়াল হক ও শিশু মনির হোসেন শাহ আলমের ছেলে। 

জানা যায়, বিকালে দুই শিশু খেলাধুলা করার একপর্যায়ে বাড়ির পাশে একটি খালে পড়ে গেলে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী ও স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, পানিতে ডুবে ২ শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। 

 

 

ইত্তেফাক/এবি