শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বালেশ্বরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন নরেন্দ্র মোদি

আপডেট : ০৩ জুন ২০২৩, ১৮:২৯

ওডিশার বালেশ্বরের বাহানগা বাজার এলাকায় দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে দিল্লিতে দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। তার পরেই বালেশ্বরের উদ্দেশে রওনা দেন। 

আনন্দবাজার জানায়, দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর যান বালেশ্বর হাসপাতালে। সেখানে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। বালেশ্বরে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন নরেন্দ্র মোদি। উদ্ধারকাজও খতিয়ে দেখেন তিনি।

এসময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গেও।

বালেশ্বর যাওয়ার আগে নয়াদিল্লিতে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ট্রেন দুর্ঘটনা নিয়ে পর্যালোচনা করেন বৈঠকে।

ইত্তেফাক/এএইচপি