বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুয়াডাঙ্গায় ১ কোটি ৬৯ লাখ টাকার ডলার ও ইউরোসহ গ্রেপ্তার ১

আপডেট : ০৩ জুন ২০২৩, ১৮:৩৬

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ভারত থেকে আসা তাপস শেখ (২৭) নামে এক যাত্রীর কাছ থেকে ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া ডলার ও ইউরোর মূল্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ৬৯ লাখ টাকা।

শনিবার (৩ জুন) বেলা সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক তাপস শেখ রাজধানীর যাত্রাবাড়ী এলাকার জালাল উদ্দিনের ছেলে। 

জানা গেছে, ভারত থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাচারের খবর পেয়ে সকাল ১০টার দিকে দর্শনা চেকপোস্টে অবস্থান নেয় টহল দল। এ সময় ভারত থেকে আসা তপন শেখের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মো. জাহিদুর রহমান বলেন, দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে এ ঘটনায় দর্শনা থানায় মামলা করেছেন। আসামিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও