প্রথমবার বাংলাদেশে দলের দায়িত্ব নিয়ে বেশকিছু সাফল্য এনে দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বর্তমানে দ্বিতীয় দফায় টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন এই লঙ্কান। তার অধীনে আবারো বেশ ভালো করছে তামিম-সাকিবরা। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজেও সামর্থের প্রমাণ দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের এমন পারফরম্যান্সে হাথুরুসিংহে মুগ্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান।
শনিবার (৩ জুন) গণমাধ্যমকে আকরাম খান বলেন, ‘আমি এটা বলব না, সে (হাথুরু) অনেক উন্নতমানের কোচ। তবে বাংলাদেশে যতগুলো কোচ এসেছে, সে সেরাদের একজন। তার ক্রিকেটীয় জ্ঞান তো আছেই, এর বাইরে যে কার্যক্রমগুলো আছে, সেটা কিন্তু অন্য কোচদের থেকে আমরা পাই না। সেজন্যই তার পারফরম্যান্সটা ভালো।’
তিনি আরও বলেন, ‘আশা করছি, ও (হাথুরু) যেহেতু দলের সঙ্গে আছে, আমরা ভালো পারফরম্যান্স করব। দুইজনের দিক থেকেই, কোচ হিসেবেও এবং খেলোয়াড়েরাও সাম্প্রতিক সময়ে অনেক ভালো ইনিংস খেলেছে। তরুণ ক্রিকেটাররা ভালো করছে, ফাস্ট বোলাররাও ভালো করছে। তো আমার মনে হয়, আমাদের সম্ভাবনা বেশি।’