শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রেন দুর্ঘটনায় আহতদের বহনকারী বাসটিও দুর্ঘটনার শিকার

আপডেট : ০৩ জুন ২০২৩, ২০:৫৬

ভারতে ট্রেন দুর্ঘটনায় আহতদের বহনকারী বাসটিও দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, ওডিশার বালেশ্বর থেকে আহত যাত্রীদের বহনকারী একটি বাস শনিবার (৩ জুন) বাংলার মেদিনীপুরে দুর্ঘটনার সম্মুখীন হয়। বাসটি ওডিশার বালেশ্বর জেলায় তিনটি ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের নিয়ে যাচ্ছিল।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মেদিনীপুরের জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। ওই এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত যাত্রীদের চিকিৎসার জন্য বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।

বাসে থাকা বেশ কয়েকজনের সামান্য আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ আহতদের উদ্ধার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো শুরু করেছে।

এদিকে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় প্রাথমিক উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে তিনটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২৬১ জন নিহত এবং ১০০০ জন আহত হয়েছেন।

ইত্তেফাক/এএইচপি