বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দেশের ও জনগণের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই।
শনিবার (৩ জুন) দুপুরে কুমিল্লার বরুড়ায় আড্ডা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এমএ কাদেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে এ দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরিতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়েছে। তার হাত ধরে দেশের সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কান্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসকিউ গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এ জেড এম শফিউদ্দিন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজি মোহাম্মদ ফখরুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু তাহেরসহ আরও অনেকে।