শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সভায় ছোট ভাইকে জড়িয়ে ধরলেন আবুল হাসানাত, উচ্ছ্বসিত নেতাকর্মী

আপডেট : ০৪ জুন ২০২৩, ১১:৫৮

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে বিভাগের বর্ধিত সভায় পেয়ে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন বড় ভাই আবুল হাসানাত আবদুল্লাহ।

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে গঠিত কেন্দ্রীয় টিমের প্রধান, জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ সভাপতিত্বে গৌরনদী পৌরসভা চত্বরে শনিবার (৩ জুন) বিকেলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, আগামী ১২ জুনের নির্বাচনে ভোটের মাধ্যমে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করে বরিশাল সিটি করপোরেশন প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে। এজন্য বরিশাল নগরীর প্রত্যেক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করে ভোট চেয়ে আনতে হবে। তাই সর্বস্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নৌকার বিজয় নিশ্চিত করতে একযোগে মাঠে নামার জন্য তিনি আহ্বান করেন।

সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় টিমের সমন্বয়ক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য মো. গোলাম কবীর রাব্বানী চিনু, সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু, আ স ম ফিরোজ এবং বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত প্রমুখ।

সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

২৬ মে একই স্থানে বর্ধিত সভায় প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ না যাওয়ায় দলের ভেতর ও বাইরে নানান কথার ছড়িয়ে পড়ে। এরপর নগরীর শিল্পকলা একাডেমিতে নৌকাকে বিজয়ী করতে যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সভায় প্রার্থীর উপস্থিতি ও পরবর্তী সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা প্রচারণায় অংশ নেওয়ায় পরিস্থিতি পাল্টে যায়। শনিবার নৌকার প্রার্থীর গৌরনদীতে বর্ধিত সভায় অংশগ্রহণ ও বড় ভাইয়ের সঙ্গে কোলাকুলি ও হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুগত নেতাকর্মীরা বর্ধিত সভার এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নানান ইতিবাচক মন্তব্য করেন।

সাদিক আবদুল্লাহর অনুসারী জেলা ছাত্রলীগের সহসভাপতি তার ফেসবুকে ওই ছবি দিয়ে স্ট্যাটাস দেন ‘রক্তের সঙ্গে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে। ১২ তারিখ সারা দিন নৌকায় ভোট দিন। এবার খেলা হবে, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’

ইত্তেফাক/আরএজে