শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সেনা নিহত

আপডেট : ০৪ জুন ২০২৩, ১৪:০৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুক যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর দুই সেনা নিহত হয়েছে। শনিবার(৩ জুন) দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানায়। খবর জিও নিউজ।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, জেলার জানীখেল এলাকায় গুলি বিনিময়ে দুই সন্ত্রাসীও নিহত হয়েছে।

তিনি আরও বলেন, ‘নিজস্ব বাহিনী সন্ত্রাসীদের অবস্থান নির্ধারন করতে পেরেছিল, ফলস্বরূপ ২ সন্ত্রাসীকে জাহান্নামে পাঠানো হয়েছে।’ 

বিবৃতিতে বলা হয়, ‘তীব্র গুলি বিনিময়ের সময়, বাহাওয়ালপুর জেলার বাসিন্দা ৪০ বছর বয়সী নায়েব সুবেদার গোলাম মুর্তজা এবং ৪১ বছর বয়সী হাবিলদার মুহম্মদ আনোয়ার, বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাতকে আলিঙ্গন করেন।’

সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে এলাকায় পাওয়া অন্য কোনো সন্ত্রাসীকে নির্মূল করার জন্য এলাকার স্যানিটাইজেশন করা হচ্ছে।

তিনি বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের হুমকিকে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সেনাদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।’

ইত্তেফাক/এফএস