চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষনা দিয়েছেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড। চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই রিয়ালের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলতে যাচ্ছেন হ্যাজার্ড। উভয় পক্ষের পারষ্পরিক সমঝোতার মাধ্যমে হ্যাজার্ড চুক্তি বাতিল করছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
চেলসি থেকে লা লিগায় আসার পর গত চার বছর নিজেকে মোটেই মেলে ধরতে পারেননি হ্যাজার্ড। ৩২ বছর বয়সী হ্যাজার্ড ২০১৯ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন। তার চুক্তির মাধ্যমে স্প্যানিশ ক্লাব ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের চুক্তির রেকর্ড গড়েছিল গ্যালাকটিকোরা। কিন্তু নিজের ফর্ম আর ইনজুরি সমস্যায় সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের সেরাটা দিতেই পারেননি হ্যাজার্ড।
চলতি মৌসুমে লা লিগায় মাত্র ছয় ম্যাচে মাঠে নেমেছেন বেলজিয়ান এই তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটি ১০।
রিয়ালের চার বছরে চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগ শিরোপাসহ সর্বমোট আটটি ট্রফি জয় করেছেন হ্যাজার্ড। হ্যাজার্ডকে বিদায় জানাতে এক বিবৃতি দিয়ে ক্লাবের প্রতি অবদানের জন্যধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে রিয়াল।